মাদকের পাওনা টাকা আদায়ে নৃশংসভাবে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৭ অক্টোবর ২০২০
গ্রেফতারকৃত চারজন

মাদক নিয়ে দ্বন্দ্বের জের ধরে গাজীপুর মহানগরের টঙ্গীর পশ্চিম থানার সাতাইশ এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে মো. শামীম ওরফে আপন (২৮) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- হত্যার মূল পরিকল্পনাকারী মো. জব্বার ওরফে জয় (১৯), মো. সুমন ইসলাম (৩০), আরমান শেখ (১৯) ও আল আমিন ওরফে শামীম (১৯)।

মহানগর পুলিশের উপ-কমিশনার ইলতুৎ মিশ বলেন, মাত্র তিন ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন আর্থিক লেনদেনের কারণে আপনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী। এর সঙ্গে আরও যারা জড়িত রয়েছেন তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

শুক্রবার দুপুরে প্রকাশ্যে দিবালোকে মো. শামীম ওরফে আপনকে (৩০) হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার পর আসামিদের গ্রেফতার করা হয়।

নিহতের স্ত্রী লাকি আক্তার বলেন, আমার স্বামী কিছুদিন মাদক সেবন করেছেন। তবে এখন করে না। পুলিশের সোর্স ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন আমার স্বামীকে পুলিশে ধরিয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা চাইতো।

গত সপ্তাহে পুলিশ নিয়ে আমাদের বাসায় আসে সুমন। এ সময় আমার স্বামীর সঙ্গে সুমনের কথা কাটাকাটি হয়। এরপরই ডেকে নিয়ে আমার স্বামীকে হত্যা করা হয়।

আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।