করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালের রেডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসক সৈয়দ সাজ্জাদ কামাল হিরু (৫৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার (০১ নভেম্বর) সকালে তিনি মারা যান।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) যশোরের সাধারণ সম্পাদক ডা. আবুল বাশার জানান, যশোরে পেশাগত দায়িত্ব পালনকালে কিছুদিন আগে চিকিৎসক সাজ্জাদের করোনা উপসর্গ দেখা দেয়।
১০ দিন আগে তিনি নমুনা দিলে করোনা পজিটিভ শনাক্ত হয়। তিনি বিপত্নীক হওয়ায় দেখভালের সুবিধার্থে পরদিনই গ্রামের বাড়ি রংপুরে চলে যান। সেখানে দুদিন অবস্থানের পর তার অবস্থা খারাপ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়।
মিলন রহমান/এএম/পিআর