মেয়ের বাড়ি থেকে ফেরার পথে সাপের কামড়ে মায়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০৩ নভেম্বর ২০২০
ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় মিজার কোর্ট এলাকায় বিষাক্ত সাপের কামড়ে তছিরন নেছা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সোমবার (২ নভেম্বর) রাতে পাটগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ডের মিজার কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তছিরন নেছা মিজার কোর্ট এলাকার ডাহাহাটি গ্রামের তছলিম হোসেনের স্ত্রী।

নিহতের বড় ছেলে বাবলু মিয়া জানান, ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মায়ের মৃত্যু হয়। মায়ের মরদেহ রংপুর থেকে বাড়িতে আনা হচ্ছে।

এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় তছিরন নেছা মেয়ের বাড়ি থেকে হেঁটে নিজের বাড়ি ফেরার পথে তার পায়ে বিষাক্ত সাপ কামড় দেয়। তাৎক্ষণিক তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। এরপর পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার ভোররাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাটগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর মরদেহ রংপুর থেকে নিজ বাড়ি পাটগ্রামে নিয়ে আসা হচ্ছে।

রবিউল হাসান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।