লালমনিরহাটের ঘটনায় আরও চারজন রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৫ নভেম্বর ২০২০

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শহীদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় দ্বিতীয় দফায় গ্রেফতার চারজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ফেরদৌসী বেগম এ রিমান্ড মঞ্জুর করেন।

লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্বিতীয় দফায় গ্রেফতাররা হলেন- মসজিদের খাদেম জোবেদ আলী (৬০) আনোয়ার হোসেন (৫৫), পিচ্চি রবিউল (৪০) ও মেহেদী হাসান রাজু (১৯)

এদিকে এ ঘটনায় চতুর্থ দফায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট ২৩ জনকে গ্রেফতার করা হলো। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- নাঈম মিয়া (৩৫) ও গণি মিয়া (৩৯)। তারা বুড়িমারী ইউনিয়নের বাসিন্দা।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

রবিউল হাসান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।