লালমনিরহাটে মদপানে দুজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০৭ নভেম্বর ২০২০
ফাইল ছবি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিষাক্ত মদপানে হাবু মিয়া (৩৫) ও রনজিৎ (৪৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে গুরুতর অবস্থায় আরও তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শিয়ালখোয়া এলাকার বান্দেরকুড়া গ্রামে একজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

মৃত হাবু মিয়া কালীগঞ্জ উপজেলার চলবালা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামের খয়বর হোসেনের ছেলে ও রনজিৎ একই গ্রামের বাংটু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে উপজেলার চলবালা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামের হাবু মিয়া, রনজিৎ, সবুজ, বেলাল হোসেন ও ইউপি সদস্য সেকেন্দার আলী বিষাক্ত মদপান করেন।

শনিবার সকালে তাদের পেটে জ্বালা ও বুকব্যথা ওঠে। এ সময় পেটে জ্বালা নিয়ে বাড়িতে মৃত্যু হয় হাবু মিয়ার। দুপুরে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান রনজিৎ।

গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন চলবলা ইউপির বান্দেরকুড়া গ্রামের সুনিলের ছেলে সবুজ, হোসেনের ছেলে বেলাল ও ইউপি সদস্য সেকেন্দার আলী।

চলবালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, ভারতীয় বিষাক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। ইউপি সদস্যসহ তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, দুই ব্যক্তি মদপানে মারা গেছেন। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রবিউল হাসান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।