গাজীপুরে হঠাৎ আগুনে পুড়ে গেল মাইক্রোবাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:০৭ এএম, ১৪ নভেম্বর ২০২০

গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ অগ্নিকাণ্ডে একটি মাইক্রোবাস পুড়ে গেছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।

কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনিরুজ্জামান জানান, কালিয়াকৈরের মৌচাক রেন্ট-এ কার থেকে মাইক্রোচালক সোহেল ভাড়ায় যাত্রী বহন করে থাকেন।

প্রতিদিনের মতো শুক্রবার সকালে মৌচাক রেন্ট-এ কারে মাইক্রোবাসটি নিয়ে বেরিয়ে যান চালক। ভাড়া না হওয়ায় সারাদিনই এটি স্ট্যান্ডে পার্কিং করে রাখা হয়।

রাত ৯টার দিকে মাইক্রোবাসটি বাসায় নিয়ে যাওয়ার জন্য চালক সোহেল ভেতরে উঠে চালু করার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। পরে সোহেল কৌশলে সেটি থেকে বেরিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই সেটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।