বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২৬ নভেম্বর ২০২০

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় গোল্ডেন টাইমস সোয়েটার কারখানার শ্রমিকরা অক্টোবর মাসের বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক রমজান আলী, সোহেল রানা ও নাদিম জানান, ২৪ অক্টোবর কোনো নোটিশ না দিয়ে মৌখিকভাবে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

jagonews24

পরে শ্রমিকদের দাবির প্রেক্ষিতে অক্টোবরের বকেয়া বেতন ১৫ নভেম্বর, ২০ নভেম্বর ও সর্বশেষ ২৬ নভেম্বর পরিশোধের আশ্বাস দিলেও তা না দেয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানা এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে কারখানার পাশে থাকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থানের কারণে মহাসড়কে যানবাহল চলাচল বন্ধ হয়ে যায়। পরে মালিকের সঙ্গে আলোচনা করে বেতন প্রদানের আশ্বাস দিয়ে এবং শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে রাত সোয়া ৮টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।

শিহাব খান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।