গাজীপুরে আগুনে পুড়ল ২২ বসতঘর

গাজীপুরের কোনাবাড়িতে আগুনে অন্তত ২২টি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে গাজীপুর মহানগরের কোনাবাড়ি কুদ্দুস নগর এলাকায় বাবুল মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের কুদ্দুস নগর এলাকার বাবুল মিয়ার কলোনীর একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২২টি ঘরসহ ঘরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কলোনীর মালিক বাবুল জানান, আগুনে ২০ থেকে ২২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।
আমিনুল ইসলাম/আরএআর/এমএস