ধানের বস্তা মাথায় খালে তলিয়ে গেলেন শ্রমিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৭ নভেম্বর ২০২০

চাঁদপুরে ধানের বস্তা মাথায় নিয়ে খাল পার হতে গিয়ে পানিতে তলিয়ে মৃত্যু হয়েছে খালেক আলী (৪৫) নামের এক শ্রমিকের।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলার একলাশপুর বোরচর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিক খালেক আলী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পিকা গ্রামের হাসান আলীর পুত্র। তিনি চাঁদপুরে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন।

নিহতের ফুফাতো ভাই রিপন মিয়া জানান, তারা মোট ৮০জন শ্রমিক গত ২৫ দিন ধরে মতলব উত্তর উপজেলার একলাশপুরে কৃষি কাজ করতে আসেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তারা গৃহস্থের বীজ ধানের বস্তা মাথায় নিয়ে ক্ষেতে রোপণ করতে কাজে নামেন।

দুপুরের দিকে কয়েকজন শ্রমিক বীজ ধানের বস্তা মাথায় করে খাল পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ করে খালেক ওই বীজ ধানের বস্তা মাথায় থাকা অবস্থায় খালের পানিতে তলিয়ে যান।

অন্যান্য শ্রমিকরা মিলে তাকে তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে যান।

নজরুল ইসলাম আতিক/এফআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।