খুলনায় করোনায় আরও দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ২৯ নভেম্বর ২০২০

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রোববার হাসপাতালের মুখপাত্র ডা. ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- পিরোজপুর সদরের ডুমুর তলা গ্রামের রতিন্দ্র নাথ সাহার ছেলে অতুল কৃষ্ণ সাহা (৬৫) এবং খুলনা মহানগরীর মুজগুন্নীর আতাউল হকের ছেলে কাজী মোয়াজ্জেম হোসেন (৭৯)।

ডা. ফরিদ উদ্দিন আহমেদ বলেন, পিরোজপুরের অতুল ২৮ নভেম্বর করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৮ নভেম্বর দিনগত রাত সোয়া ১২টায় মারা যান তিনি।

আর মুজগুন্নীর মোয়াজ্জেম ২৮ নভেম্বর করোনা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৯ নভেম্বর সকাল ৯টা ২০ মিনিটে মারা যান তিনি।

আলমগীর হান্নান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।