পুলিশের ওপর হামলার ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানের সময় নৌ পুলিশের ওপর হামলার ঘটনায় পারভেজ গাজী রনি নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) রাতে চাঁদপুর শহরের হাকিম প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পারভেজ গাজী রনি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩নং ওয়ার্ডের সদস্য। তিনি একই এলাকার মৃত ইয়াকুব আলী গাজীর ছেলে। তবে রনি বর্তমানে শহরের নিশি বিল্ডিং এলাকায় বসবাস করেন।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার জানান, গত ২৫ অক্টোবর মা ইলিশ রক্ষা অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় রনিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
আরএআর/জেআইএম