সহজ হলো চাঁদপুর-কক্সবাজার সড়ক যোগাযোগ

চাঁদপুর-কক্সবাজার সরাসরি বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি)। ফলে চাঁদপুরবাসীর দীর্ঘদিনের চাওয়া পূরণ চালু হলো।
বুধবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক অসিম চন্দ্র বণিক (রাজস্ব) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এ বাস সার্ভিসের।
এসময় উপস্থিত ছিলেন, বিআরটিসি কুমিল্লা ডিপো অপারেশন ম্যানেজার মো. কামরুজ্জামান এবং পরিচালক মেহেদী হাসান রাব্বি ও মো. ফেরদৌস গাজী। অন্যান্যের মধ্যে বিশিষ্ট ব্যাবসায়ী মো. ফারুক খান ও মো. সেলিম মিয়াও উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রতিদিন রাত ৮টায় চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাইক্রোস্ট্যান্ড থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে বাসটি। চট্টগ্রামে যাত্রা বিরতি দিয়ে ভোরে কক্সবাজার পৌঁছাবে।
অন্যদিকে, প্রতিদিন বেলা সাড়ে ১১টায় কক্সবাজার থেকে বাসটি চাঁদপুরের উদ্দেশ্যে ছাড়বে। চট্টগ্রামে যাত্রা বিরতি দিয়ে রাতে পৌঁছাবে চাঁদপুরে।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, চাঁদপুর থেকে কক্সবাজার যাওয়া-আসা অনেকটা সহজ হলো। আগে চট্টগ্রাম গিয়ে গাড়ি চেঞ্জ করতে হতো অথবা মাইক্রো বা প্রাইভেটকার যোগে কক্সবাজার যেতে হতো। এখন কম খরচে খুব সহজেই কক্সবাজার যাওয়া যাবে। ভ্রমণ পিপাসুদের অনেক উপকার হলো। এসি বাস হওয়াতে ভ্রমণটা আরও আনন্দদায়ক হবে।
নজরুল ইসলাম আতিক/এএইচ/পিআর