বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০২০

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মোংলায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌধুরী মোড়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি এস এম কবির, শেখ আল মামুন, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন মিলন, উৎপল মণ্ডল, শ্রমিক লীগ নেতা নুর উদ্দিন আল মাসুদসহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতারা।

বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বিএনপি-জামায়াতসহ পাকিস্তানি দোসররা। জাতির জনকের প্রতি কোনো অসম্মান করা হলে কাউকেই ছাড় দেয়া হবে না।

এরশাদ হোসেন রনি/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।