গাসিককে ইটভাটামুক্ত রাখতে অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৮ ডিসেম্বর ২০২০

গাজীপুর সিটি করপোরেশনকে সম্পূর্ণ ইটভাটামুক্ত করার পর সেই সাফল্যের ধারাবাহিকতায় সোমবার গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভা এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চালিয়েছে গাজীপুরের পরিবেশ অধিদফতর।

এই অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর, সদর দফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজি তানভির আহমেদ।

অভিযানে ৮টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং সর্বমোট ৬২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ইটভাটাগুলো হলো- মেসার্স ফারুক ট্রেডার্সের (এমএসএম ব্রিকস) ৬টি, উমামা ব্রিকস ও আরসিজি ব্রিকস।

jagonews24

অভিযানে উপস্থিত ছিলেন- গাজীপুর পরিবেশ অধিদফতরের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার, রিসোর্স অফিসার মো. আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া, পরিদর্শক শেখ মোজাহিদ ও দিলরুবা আক্তার।

আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ, গাজীপুর র‌্যাব-১ ও গাজীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।