চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ১১ ঘণ্টা পর ফেরি চলাচল চালু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৮ ডিসেম্বর ২০২০

১১ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক গতিতে চালু হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় প্রাথমিকভাবে করবী ও কুমারী নামের দুইটি ফেরি শরীয়তপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের হরিণাঘাট-শরীয়তপুরের নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) রাত ১টা থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

jagonews24

জানা গেছে, রাতে মেঘনায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। ফলে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে।

বিআইডব্লিউটিসির চাঁদপুর হরিনাঘাটের ম্যানেজার মো. ফয়সাল আহমেদ জানান, কুয়াশার ঘনত্ব বাড়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব যখন কমবে, তখন পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

নজরুল ইসলাম আতিক/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।