বেনাপোলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ০৯:২১ পিএম, ০৮ ডিসেম্বর ২০২০

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ছয় কেজি ভারতীয় গাঁজাসহ বাবলু মোড়ল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবলু মোড়ল বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের মৃত আতিয়ার মোড়লের ছেলে।
পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানার এস আই শফি আহমেদের নেতৃত্বে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, বাবলু মোড়লের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জামাল হোসেন/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।