প্রার্থীর মৃত্যুতে শ্রীপুরে মেয়র পদে নির্বাচন স্থগিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০৯ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের আগেরদিন বিএনপি প্রার্থী মো. শহীদুল্লাহ শহীদ (৪৯) মারা যাওয়ায় মেয়র পদে নির্বাচন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (৯ ডিসেম্বর) গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও শ্রীপুর পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিতের ঘোষণা দেন।

রিটানিং কর্মকর্তা জানান, মেয়র পদপার্থী (বিএনপি মনোনীত) মো. শহীদুল্লাহ মারা যাওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী মেয়রপদে নির্বাচন স্থগিত থাকবে। তবে অন্য পদে নির্ধারিত তারিখ ও সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে নির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে।

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল ইসলাম বাবুল জানান, বেশ কিছুদিন ধরেই তিনি ফুসফুসের রোগে ভুগছিলেন। দুই সপ্তাহ আগে তার করোনা লক্ষণ দেখা দিলে পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। ২৮ নভেম্বর প্রথমে ঢাকার উত্তরা হাইকেয়ার হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা সোয়া ১১টায় মারা যান তিনি।

শিহাব খান/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।