সেফ হোমের ৭ তরুণীর পলায়ন : আনসার সদস্যদের ‘অবহেলা’ দেখছে কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১১ ডিসেম্বর ২০২০

ফরিদপুর সেফ হোম থেকে সাত তরুণী পালিয়ে যাওয়ার ঘটনায় কর্তব্যরত দুই আনসার সদস্যের অবহেলা প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। পালিয়ে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পাশাপাশি সমাজসেবা অধিদফতরের কাছে ১৪টি সুপারিশ করা হয়েছে। বদলি করা হয়েছে অধিদপ্তরের চার কর্মচারীকে।

তদন্তে বলা হয়েছে, ওই রাতে সেফ হোমের ভেতরে কর্মরত দুই আনসার সদস্য সালমা বেগম (২৬) ও বিউটি আক্তার (২৭) ঘুমিয়ে ছিলেন। প্রতি দুই ঘণ্টা পর নিবাসীদের কক্ষে গিয়ে নজরদারির কথা থাকলেও তা করেননি। ঘুমানো এবং নজরদারি না করে তারা প্রকারান্তরে পালানোতে সহযোগিতা করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য আনসার ও ভিডিপির কর্মকর্তার কাছে অনুরোধ করেছে তদন্ত কমিটি।

শনিবার (০৫ ডিসেম্বর) জেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সহকারী উপপরিচালক আবু সাইদুর রহমানকে কমিটির আহ্বায়ক করা হয়। তদন্ত কাজ শেষে জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।

প্রতিবেদনে আনসার সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি ১৪ দফা সুপারিশ করা হয়েছে। সুপারিশের মধ্যে রয়েছে সীমানা প্রাচীর ১৮ ফুট উঁচু, নিজস্ব নিরাপত্তারক্ষীর পদ সৃষ্টি, প্রতি দুই ঘণ্টা পর দায়িত্ব পালনের মতো জনবল সৃষ্টি, আনসার ও পুলিশ সদস্য সংখ্যা বৃদ্ধি, সেফ হোমের চারপাশে গার্ড হাউস স্থাপন, সীমানা প্রাচীরের বাইরে দিয়ে পুলিশের যাতায়াতের উপযোগী সড়ক নির্মাণ, সীমানা প্রাচীর-সংলগ্ন ও আশপাশের গাছ কেটে ফেলা প্রভৃতি।

এদিকে ওই ঘটনার পর সেফ হোমের চার কর্মচারীকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে একজন নার্স, একজন নাইট গার্ড, একজন গার্ড এবং একজন বাবুর্চি রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক এ এস এম আলী আহসান বলেন, তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি আনসার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টের কাছে সুপারিশ করা হয়েছে।

আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. সেলিমুজ্জামান বলেন, সেফ হোমের ঘটনায় তদন্ত কমিটি গঠনের বিষয়টি অবগত রয়েছি। তবে কমিটির কোনো সুপারিশ এখনও হাতে পাইনি।

বি কে সিকদার সজল/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।