মেয়েকে দা দিয়ে কুপিয়ে সরে যাওয়ার পথে পিকআপ চাপায় বাবার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

দা দিয়ে মেয়ের হাত কুপিয়ে চলে যাওয়ার পথেই পিকআপভ্যানের নিচে চাপা পড়ে শফিক পাটোয়ারী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

শনিবার (১২ ডিসেম্বর) চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ধানুয়ার কাদির মুন্সির বাড়ির কাছে এ ঘটনা ঘটে।

নিহত শফিক পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর আগে নিহত শফিক পাটোয়ারীর মেয়ে ফরিদা বেগমের (২৮) বিয়ে হয় নয়ার হাট এলাকার চির্কা গ্রামের কাজী বাড়ির নুরুজ্জামান খানের ছেলে আব্দুল কুদ্দুসের সঙ্গে। ঘটনার দিন মৃত শফিক পাটোয়ারী বেড়াতে গিয়ে তার মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। দুপুর ২টার দিকে ফরিদা বেগম বাড়িতেই বসা ছিলেন। এ সময় বাবা শফিক কোনো কিছু না বলেই হঠাৎ তার হাতে দা দিয়ে কোপ দেন এবং দ্রুত সে স্থান ত্যাগ করে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে যান। যাওয়ায় পথে তিনি চলন্ত সিএনজি থেকে ঝাপ দেন। তাতে পেছনে থাকা পিকআপভ্যান চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ফরিদা বেগমের শ্বশুর মুহাম্মদ নুরুজ্জামান খান জানান, তিনি একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাই তিনি এমন কাজ করেছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, আহত ফরিদা বেগমকে সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। মৃত শহীদ পাটোয়ারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

নজরুল ইসলাম আতিক/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।