করোনায় স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:৪৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২০
মালিক সরোয়ার উদ্দিন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মালিক সরোয়ার উদ্দিন মারা গেছেন। শনিবার রাত পৌনে ৯টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন মালিক সরোয়ার। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হাজী সাইফুল খান।

তিনি জানান, গত ৪ দিন আগে মালিক সারোয়ারের করোনার রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি খুমেক হাসপাতালে ভর্তি ছিলেন। আজ রাতে তিনি মারা গেছেন। এছাড়া মালিক সরোয়ারের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলমগীর হান্নান/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।