মোংলায় অসহায় প্রতিবন্ধীদের পাশে কারিতাস

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০

মোংলায় অসহায় প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিক্ষার্থীদের মাঝে ছাগল, মুরগি, হুইল চেয়ার, ওষুধ, দোকানের মুদি মালামাল, শিক্ষা উপকরণ এবং পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে কারিতাসের আয়োজনে ২৬ প্রতিবন্ধী পরিবারের মাঝে এ সহায়তা দেয়া হয়।

jagonews24

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার কমলেশ মজুমদার অসহায় প্রতিবন্ধীদের হাতে এ সকল সামগ্রী তুলে দেন।

এ সময় চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, কারিতাসের এসডিডিবি প্রকল্পের জেপিও রবিন রবার্ট গোলদার ও মাঠ-কর্মকর্তা রবিন সরকার উপস্থিত ছিলেন।

jagonews24

দীর্ঘদিন ধরে কারিতাস এসডিডিবি প্রকল্পের আওতায় মোংলার প্রবীণ, প্রতিবন্ধী নারী-পুরুষ, শিক্ষার্থী ও মাদকাসক্তদের সহায়তায় কাজ করে যাচ্ছেন।

এরশাদ হোসেন রনি/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।