অসহায়দের পাশে ইমাম ফাউন্ডেশন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১৪ ডিসেম্বর ২০২০

ফরিদপুরে ইমাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত গেরদা প্রতিবন্ধী মাদরাসা ও এতিমখানার করোনাকালীন বিপর্যয় ও দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় অসহায়দের সহায়তা করা হয়েছে। সম্প্রতি ওই এলাকার অসহায় মানুষের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ করা হয়।

এ কর্মসূচির আওতায় বিনামূল্যে এক গৃহিণীকে ঘর নির্মাণ, বিশুদ্ধ পানির জন্য একটি টিউবওয়েল, বয়স্কদের জন্য সান্ধ্যকালীন শিক্ষা গ্রহণে একটি সান্ধ্যকালীন স্কুল, ৫০ জন ইমামকে ছাতা, ২০০০ মাস্ক, ২০০টি কম্বল, একটি হুইল চেয়ার, একটি রিকশা, দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ১৬টি ডিজিটাল সাদাছড়ি বিতরণ, দুটি ছাগল, পাঁচটি সেলাই মেশিন, একটি গরু, একজন অসহায় ব্যক্তিকে দোকান করার জন্য ১০ হাজার টাকা প্রদান ও ২০০০ হাজার বৃক্ষ রোপণ করা হয়।

ইমাম ফাউন্ডেশনের সভাপতি মো. আসফ ইকবাল প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামুল হক ভোলা মাস্টার, বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক এসএএম আলম, গেরদা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাকসুদুর রহমান ও বাংলাদেশ প্রতিবন্ধী সহযোগিতা সংস্থার সভাপতি ড. এম হারুন-উর-রশিদ।

অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন ইমাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইয়েদ ইমামুল হাসান।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।