অভিযানে র‍্যাবের ওপর চড়াও, ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন বাড়ৈপাড়া এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ অপরাধ চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. ফারুক হোসেন (২৮), মো. আরিফ (২৪) ও মো. মামুন (৩২)। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আসামি ফারুক হোসেন একজন পেশাদার ডাকাত, চিহ্নিত সন্ত্রাসী এবং তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডিএমপি, ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে এবং আড়াইহাজার থানায় চারটি ওয়ারেন্ট মুলতবি রয়েছে।

জসীমউদ্দিন চৌধুরী আরও জানান, আসামি ফারুককে গ্রেফতারে আড়াইহাজার থানাধীন বাড়ৈপাড়া এলাকায় অভিযানে যান র‍্যাব সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিলে ফারুক ও তার দুই ভাই আরিফ এবং মামুনসহ র‍্যাবের আভিযানিক দলের ওপর চড়াও হয় এবং তার আইনানুগ গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে উদ্ভট পরিস্থিতি তৈরি করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাব তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এস কে শাওন/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।