‘মুক্তিযোদ্ধারা কখনো মরে না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০

‘মুক্তিযোদ্ধারা কখনো মরে না। এ দেশ যতদিন আছে, এ দেশের মানুষ যতদিন বেঁচে আছে ততদিন মুক্তিযোদ্ধারা মারা যায়নি। যেতেও পারে না।’

মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সম্মাননা-২০২০ অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান খান এসব কথা বলেন ।

তিনি বলেন, ‘চাঁদপুর জেলার পক্ষ থেকে আমি একটি পুলিশ মুক্তিযোদ্ধাদের নাম গেজেটভুক্তকরণের প্রক্রিয়া সহজীকরণের একটি সেল তৈরি করতে চাচ্ছি। যদি আমি এটি তৈরি করতে পারি তাহলে আমি মনে করব, পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি সঠিক সম্মান করতে পেরেছি। তবে আমি সেই অফিসারকেই এই সেলের প্রধান করব, যার পরিবারে একজন হলেও মুক্তিযোদ্ধা রয়েছে। তাহলেই তিনি বুঝতে পারবেন পুলিশ মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত না হতে পারলে কতটা কষ্ট অনুভব করেন।’

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৫৯ জন জীবিত এবং মৃত পুলিশ সদস্যের পরিবারের মাঝে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রধান করা হয়।

অনুষ্ঠানে কয়েকজন পুলিশ মুক্তিযোদ্ধা সদস্য এখনো গেজেটভুক্ত হতে পারায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন।

অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আমল বকাউলসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা তাদের বক্তব্যে হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা প্রকৃত মুক্তিযোদ্ধারা এখনো গেজেটভুক্ত হতে পারিনি। বিভিন্ন অফিসের দ্বারে দ্বারে এখনো আমাদের ঘুরতে হচ্ছে। অনেকেই ইতোমধ্যে মুক্তিযুদ্ধ না করেও ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট সংগ্রহ করে ফেলেছেন। কিন্তু আমরা পুলিশ সদস্য হয়েও গেজেটভুক্ত না হতে পাড়া অত্যন্ত দুঃখজনক।’

এ সময় বক্তারা গেজেটভুক্তকরণে জরুরি পদক্ষেপ নিতে সভাপতির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকারের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (সদর প্রশাসন) মো. আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হাজিগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম আজাদ, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ প্রমুখ।

আতিক খান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।