এনজিওকর্মীর কব্জি কেটে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০

নরসিংদীর এনজিওকর্মীর হাতের কব্জি কেটে টাকা ছিনতাই মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ড থেকে প্রধান আসামি রুবেল ও বাদশাহকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী দুজনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের নগদ এক লাখ ৯১ হাজার পাঁচশ টাকা, একটি গেঞ্জি, একটি ক্যাপ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- রুবেল মিয়া (২৬), আবদুল বাদশাহ মিয়া (২২), মাহবুবা আক্তার (২২) ও মিঠি বেগম (২৬)।

র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, প্রধান দুই আসামির দেয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী থানার খাদিমাচর এলাকায় অভিযান পরিচালনা করে সহযোগী মাহাবুবা আক্তার মেরিনাকে ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৩টায় গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাইয়ের নগদ এক লাখ ৯১ হাজার পাঁচশ টাকা উদ্ধার করা হয়। একই দিন ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপর সহযোগী মিঠি বেগমকে রাত সাড়ে ৪টায় গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ছিনতাইয়ের সময়ে রুবেলের পরিহিত একটি গেঞ্জি, বাদশার মাথায় পরিহিত একটি ক্যাপ ও ভুক্তভোগীর মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল মিয়া ও আব্দুল বাদশা মিয়া এনজিওকর্মীর হাতের কব্জি কাটা ও ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

jagonews24

তিনি আরও বলেন, গ্রেফতার সবাই পেশাদার ছিনতাইকারী এবং বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের মধ্যে রুবেলের নামে চারটি, বাদশার নামে আটটি এবং মিঠি বেগমের নামে দুটি মামলা চলমান।

গ্রেফতারদের নরসিংদী সদর মডেল থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এনজিওকর্মী শান্তা আক্তার (৩১) নরসিংদী শহরের পশ্চিমকান্দা পাড়া এলাকা থেকে ঋণের কিস্তির দুই লাখ ৬৩ হাজার টাকা আদায় করে শহরের বাজিড় মোড়ের অফিসে ফেরার সময় গ্রেফতার রুবেল মিয়া ও আব্দুল বাদশা মিয়া টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তখন এনজিওকর্মী ব্যাগ ছাড়তে না চাইলে বাদশা চাপাতি দিয়ে তার বাম হাতের কব্জি কেটে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে। তারা পালিয়ে ব্রাহ্মণপাড়ায় রুবেলের শ্বশুরবাড়ি লুকিয়ে থাকে। এই বাসায় তারা ভ্যানিটি ব্যাগটি আগুনে পুড়িয়ে ফেলে।

এ ঘটনায় আশা এনজিওর ব্র্যাঞ্চ ম্যানেজার ইসমাইল শিকদার বাদী হয়ে নরসিংদী সদর থানায় মামলা করেন।

এসকে শাওন/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।