নারায়ণগঞ্জের নতুন ডিসি মুস্তাইন বিল্লাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৩১ এএম, ১৮ ডিসেম্বর ২০২০

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন বদলি হয়ে তার স্থলে দায়িত্ব পাচ্ছেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুস্তাইন বিল্লাহ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ হয়।

এছাড়া দেশের ১১টি জেলায় নতুন করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়।

এদিকে সদ্য বদলী হওয়া জসিম উদ্দিন ২০তম বিসিএস কর্মকর্তা। ২০১৯ সালের ২৪ জুন থেকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে মো. জসিম উদ্দিন দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে বদলি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব পদে নিযুক্ত করা হয়েছে।

অপরদিকে নতুন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বিপ্লব ২১ তম বিসিএস কর্মকর্তা। তিনি ২০১০ সালের ২৩ জুন বরগুনার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

শাহাদাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।