মোংলায় আ.লীগের প্রার্থী রহমান, আগের মেয়রেই আস্থা বিএনপির

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১০:২৭ এএম, ১৯ ডিসেম্বর ২০২০

দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হচ্ছে মোংলা পোর্ট পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান এবং বিএনপির মনোনয়ন পেয়েছেন বর্তমান পৌর মেয়র মো. জুলফিকার আলী।

শেখ আ. রহমান পৌর আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট জেলা পরিষদের সদস্য। অন্যদিকে মো. জুলফিকার আলী বর্তমান পৌর মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক।

পৌরসভার ৯টি ওয়ার্ড এবং ৩টি সংরক্ষিত (নারী) ওয়ার্ডেও আওয়ামী লীগের চূড়ান্ত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এরপর রাতে তিনি দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মো. কবির হোসেন, ২ নম্বর ওয়ার্ডে মো. শরিফুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে মো. বাহাদুর মিয়া, ৪ নম্বর ওয়ার্ডে মো. শফিকুর রহমান খান, ৫ নম্বর ওয়ার্ডে শরিফুল ইসলাম শরিফ, ৬ নম্বর ওয়ার্ডে আল আমিন গাজী, ৭ নম্বর ওয়ার্ডে হুমায়ন হামিদ নাসির, ৮ নম্বর ওয়ার্ডে মো. সরোয়ার হোসেন, ৯ নম্বর ওয়ার্ডে মো. মজনু গাজী। সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জাহানারা চানু, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে জোহরা বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে শিউলি আক্তার।

অন্যদিকে ১ নম্বর ওয়ার্ডে মো. হাবিব ফকির, ৪ নম্বর ওয়ার্ডে আ. রাজ্জাক, ৫ নম্বর ওয়ার্ডে ইমরান হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে মো. আলাউদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডে খোরশেদ আলম এবং ৯ নম্বর ওয়ার্ডে আ. কাদেরের জন্য বিএনপির মনোনয়ন চূড়ান্ত হলেও ২, ৩ ও ৬ নম্বর ওয়ার্ডে দলটির একাধিক প্রার্থী রয়েছেন।

মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন রোববার (২০ ডিসেম্বর)। ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার শেষে ১৬ জানুয়ারী ভোট গ্রহণ করা হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে এবার ভোট গ্রহণ করা হবে। প্রথমবারের মতো মোংলা পোর্ট পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশন অফিস থেকে জানা গেছে, মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে ভোটার সংখ্যা ৩১ হাজার ৫২৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬৮১ এবং নারী ভোটার ১৪ হাজার ৮৪০ জন। ২০১১ সালের ১৩ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে এ পৌরসভায় ভোটারের সংখ্যা ছিল ২৫ হাজার ৯৫১ জন।

২০১১ সালের নির্বাচনের পর সীমানা জটিলতার মামলার কারণে এতদিন আটকে ছিল মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন।

মো. এরশাদ হোসেন রনি/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।