অর্থের বিনিময়ে বিকাশ এজেন্ট থেকে তথ্য নিত তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০

প্রতারক চক্রের সদস্যরা ভুয়া নামে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলে। তারা অর্থের বিনিময়ে অসাধু বিকাশ অ্যাজেন্টদের কাছ থেকে গ্রহাকের লেনদেনের তথ্য সংগ্রহ করে। পরে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল মানুষকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেন। পরে বিকাশ অ্যাপস ব্যবহার করে তাদের অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।

এমন অভিযোগের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। এ সময় তাদের কাছে থাকা ছয়টি মোবাইল ফোন ও ১১টি সিম জব্দ করা হয়।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফরিদপুর র‍্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. খালেদ মাহমুদ এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মো. মফিজুল ওরফে মহি খান (২৫), ঠান্ডু শেখ (২৬) ও মো. মিলন মাতুব্বর (২২)। তাদের বাড়ি ভাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে।

jagonews24

মেজর মো. খালেদ মাহমুদ আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন ও ১১ টি সিম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিকাশ প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে।

প্রতারণা চক্রের সদস্যদের আটকে অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বি কে সিকদার সজল/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।