মাথা গোজার ঠাঁই পাচ্ছে সহস্রাধিক অসহায় পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২০ ডিসেম্বর ২০২০

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ফরিদপুরের সদরপুর উপজেলায় ভূমি ও গৃহহীনদের জন্য ‘স্বপ্ননীড়’ নির্মাণ করা হচ্ছে। এতে উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর ভাগ্য বদলে যাবে। তারা পাবে মাথা গোজার ঠাঁই।

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১৭৮টি পরিবারের জন্য পুরোদমে সরকারি খাস জমিতে গৃৃহ নির্মাণের কাজ চলছে। অধীর আগ্রহে উপকারভোগীরা সময় পার করছেন কখন তাদের স্বপ্নের গৃহে উঠবে। 

‘আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষে সদরপুর উপজেলায় গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন উপহার হিসেবে প্রদত্ত খাস জমিতে গৃহ নির্মাণের কাজ করছে সদরপুর উপজেলা প্রশাসন।

jagonews24

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের হাওলাদার ডাঙ্গী গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের জন্য পুর্নবাসনে ১শটি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

নির্মাণ কাজ পরিদর্শন শেষে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করে গৃহ নির্মাণকাজ চলছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে কাজ সম্পূর্ণ করে উপকারভোগীদের বুঝে দেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার বলেন, সদরপুরে ১৭৮টি ঘর বরাদ্দ পেয়েছি। ইতোমধ্যে গৃহনির্মাণের কাজ প্রায়ই শেষের দিকে। জেলা প্রশাসকের সার্বিক দিক নির্দেশনায় আমি নির্মাণ কাজ তদারকি করছি। 

মো. জাবেদ খাঁ নামে এক ব্যক্তি বলেন, ‘এতোদিন অনেক কষ্ট করে পরিবারের সদস্যদের নিয়ে পরের জমিতে থাকতাম। সরকারিভাবে ঘর দেয়া হবে জানতে পেরে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে ঘর পেয়েছি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাদের মত মানুষের কথা চিন্তা করার জন্য ও আমাদের মাথা গোজার ঠাঁই করে দেয়ার জন্য।’

jagonews24

উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার গণবিজ্ঞপ্তি প্রকাশ করলে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে ভূমিহীন ও গৃহহীনদের কাছ থেকে আবেদন জমা পড়ে। এর প্রেক্ষিতে আবেদনপত্র যাচাই বাচাই করে উপকারভোগী নির্বাচন করে স্থানীয় প্রশাসন।
 
প্রথম পর্যায়ে ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২শতাংশ খাস জমি দিয়ে ঘর তৈরি করে দেয়া হচ্ছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধা-পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭ হাজার টাকা। সবগুলো বাড়ি সরকার নির্ধারিত একই নকশায় হচ্ছে। রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকছে এসব বাড়িতে।

জেলা প্রশাসন সূত্র জানায়, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণ কাজ চলছে। ফরিদপুর জেলার ৯টি উপজেলায় এ নির্মাণ কাজ শুরু হয়েছে বেশ আগেই।

জেলায় মোট ১ হাজার ৪৭০টি ঘর নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ২৯২টি ঘর, আলফাডাঙ্গা উপজেলায় ২২০টি ঘর, বোয়ালমারী উপজেলায় ৯২টি ঘর, মধুখালী উপজেলায় ১৪৮টি, নগরকান্দা উপজেলায় ১০৫টি, সালথা উপজেলায় ৩৫টি, ভাঙ্গা উপজেলায় ২৫০টি, সদরপুর উপজেলায় ১৭৮টি, চরভদ্রাসন উপজেলায় ১৫০টি ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘর একটি করে পরিবারকে প্রদান করা হবে। শুধু ঘর নয়, ঘরের সাথে সাথে প্রতি পরিবারকে দেয়া হচ্ছে ২ শতাংশ করে জমি।

বি কে সিকদার সজল/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।