শাহরাস্তিতে গরুসহ তিন চোর আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১০:২৫ পিএম, ২১ ডিসেম্বর ২০২০

চাঁদপুরের শাহরাস্তিতে গরুসহ ৩ চোরকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় জনতা তাদের পুলিশে সোপর্দ করে।

আটকরা হলেন- হাজীগঞ্জ উপজেলার সুদিয়া হাজী বাড়ির আনোয়ার হোসেনের ছেলে খাজা আহাম্মদ (২৪), দোয়ালিয়া পোদ্দার বাড়ির মৃত আজিজুল হকের ছেলে মেহেদী হাসান (২২) এবং কচুয়া উপজেলার ইসলামপুর ফরাজী বাড়ির মৃত সোলেমানের ছেলে আলম (৩০)।

অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর ৪নং ওয়ার্ডের নতুন মিজি বাড়ির সিরাজুল ইসলামের স্ত্রী রেহেনা আক্তারের একটি লাল রংয়ের গরুর বাছুর বাড়ির সম্মুখের পাকা রাস্তার পাশে বাঁধা ছিল। ঘটনার দিন ওই স্থানে কোনো লোকজন না থাকায় একদল চোর সংঘবদ্ধ হয়ে সিএনজি চালিত অটোরিকশাযোগে বাছুরটি উঠিয়ে নিয়ে যায়।

ওই সময় রেহেনা আক্তার চোরদের বাছুরটি নিয়ে যেতে দেখে চিৎকার দিতে থাকে। তার চিৎকারে চোরের দল দ্রুত পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন মেহের ডিগ্রি কলেজ গেট এলাকায় তাদের আটক করে। এই সময় স্থানীয় জনতা তাদের মারধর করে।

সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মঈনুল হোসেন, চৌধুরী আলম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে এ ঘটনায় গরুটির মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান জানান, আটকদের নামে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেরও মামলা রয়েছে।

নজরুল ইসলাম আতিক/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।