রাতের আঁধারে কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে ডিসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০

রাতের আঁধারে শীতার্ত মানুষের কাছে লালমনিরহাটের কালীগঞ্জের ছিন্নমূল, বয়স্ক অসহায় ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর।

বুধবার (৩০ ডিসেম্বর) রাত ১১টায় কালীগঞ্জের গোড়ল ইউনিয়নের দুলালী গুচ্ছ গ্রাম এলাকায় শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার এসব কম্বল বিতরণ করা হয়।

jagonews24

জানা গেছে, উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী গুচ্ছ গ্রামের ৩০ পরিবার, চন্দ্রপুর ইউনিয়নের টেপুরবাজার গুচ্ছগ্রামে ৪০টি পরিবারসহ শীতার্ত ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী শীতার্ত মানুষের গায়ে কম্বল পরিয়ে দেন জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রাশেদুল হক প্রধান, কালীগঞ্জের নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন, সহকারী কমিশনার টি এম রাহসীন কবির, সহকারী কমিশনার নয়ন কুমার সাহা, পিআইও ফেরদৌস আহম্মেদ প্রমুখ।

jagonews24

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, প্রধানমন্ত্রীর দেয়া কম্বল জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত দুস্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আর বলেন, লালমনিরহাট জেলার পাঁচ উপজেলার একটি মানুষও শীতে কষ্ট পাবেন না।

রবিউল হাসান/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।