ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০২:১৪ এএম, ০৬ জানুয়ারি ২০২১

যশোরের ঝিকরগাছা উপজেলায় ছাত্রকে (১৩) বলাৎকারের অভিযোগে ইয়াকুব আলী নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারি) এ ঘটনায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার করা ইয়াকুব আলী যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমড়ি হাফেজিয়া মাদরাসা শিক্ষক।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বলাৎকারের শিকার ঝিকরগাছা উপজেলার কুমড়ি হাফেজিয়া মাদরাসার ওই ছাত্রের বাড়ি শার্শা উপজেলায়। সে মাদরাসায় থেকে পড়াশোনা করে। গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সে কাউকে কিছু না বলে মাদরাসা থেকে বাড়ি চলে যায়।

পরদিন শুক্রবার পরিবারের সদস্যরা তাকে মাদরাসা পাঠালে সে না গিয়ে আবারও বাড়ি ফিরে আসে। মাদরাসা না যাওয়ার কারণ জানতে চাইলে সে জানায় হুজুর তার সাথে খারাপ কাজ করে।

গত ১৫ অক্টোবর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে মাদরাসা শিক্ষক ইয়াকুব আলী শয়নকক্ষে ওই ছাত্রকে ডেকে নিয়ে বলাৎকার করেন। তিনি এ ঘটনা কাউকে না বলার জন্য তাকে নির্দেশ দেন। সোমবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়।

এরপর স্থানীয় লোকজন শিক্ষক ইয়াকুব আলীকে আটকে রেখে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে পুলিশ এসে ইয়াকুব আলীকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি আরও বলেন, এ ঘটনায় আজ নির্যাতিত ছাত্রের পিতা থানায় মামলা করেন। এরপর শিক্ষক ইয়াকুব আলীকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো. জামাল হোসেন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।