অবৈধ সম্পদ অর্জন, দুদকের মামলায় জেলে রাজস্ব কর্মকর্তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:০৮ এএম, ০৮ জানুয়ারি ২০২১
প্রতীকী ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় দেবাশীষ কুণ্ডু নামে এক রাজস্ব কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) যশোরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দেবাশীষ যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার নীলরতন কুণ্ডুর ছেলে। তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সাভার অফিসের কাস্টমস সুপারিনটেনডেন্ট ছিলেন।

এদিকে দুদকের আরেক মামলায় বৃহস্পতিবার দেবাশীষ কুণ্ডুর স্ত্রী লতিকা কুণ্ডুর জামিন মঞ্জুর করেছেন আদালত। লতিকা যশোর শহরের ঝুমঝুমপুর এলাকার প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিক। সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী আশরাফুল আলম বিপ্লব।

তিনি জানান, রাজস্ব কর্মকর্তা দেবাশীষ কুণ্ডু অবৈধভাবে সম্পদ অর্জন করে স্ত্রীর নামে স্থানান্তর করেছেন, যা দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। তাদের অর্জিত সম্পদের উৎস জানাতে ব্যর্থ হয়েছেন ওই দম্পতি।

দুদক সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৯ নভেম্বর দেবাশীষের বিরুদ্ধে দুদকের সমন্বিত কার্যালয় যশোরের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, ১৯৯০-৯১ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত তিনি ৫৯ লাখ ৭৬ হাজার ৪৬০ টাকা জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া ৬ লাখ ৮৫ হাজার ৮৪১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

একই দিনে দুদকে দেবাশীষের স্ত্রী লতিকা কুণ্ডুর বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। মামলায় ২০ লাখ ছয় হাজার ১৮৬ টাকার সম্পদের তথ্য গোপন ও এক কোটি ১০ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

পৃথক দুই মামলায় বৃহস্পতিবার স্বামী-স্ত্রী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে বিচারক লতিকার জামিন মঞ্জুর করলেও তার স্বামী দেবাশীষকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মিলন রহমান/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।