সড়কে প্রাণ গেল শজিমেক পরিচালকের সহকারীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২১

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মহসিন আলীর ব্যক্তিগত সহকারী (পিএস) রায়হানুল ইসলাম (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সোমবার রাত পৌনে ১১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী সুলতানগঞ্জ হাটের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হানুল ইসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ গ্রামের সফির উদ্দিন প্রামানিকের ছেলে।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল জানান, বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাত পৌনে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার বনানী সুলতানগঞ্জ হাটের সামনে পৌঁছা মাত্র পেছন দিক থেকে আসা তেলবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ঢ-৪১-০৩৫০) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ট্রাকের চালক আব্দুস সামাদ আলীসহ ঘাতক ট্রাকটি আটক রয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।