আধিপত্য বিস্তারে সংঘর্ষ, প্রাণ গেল কৃষকলীগ নেতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ার শিবগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আজহারুল ইসলাম নান্টু (৩৫) নামে এক কৃষকলীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভোরে গুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজহারুল ইসলাম নান্টু উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আব্দুল বাছেদ মন্ডলের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছিল উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে। সেখানকার আওয়ামী লীগ নেতা বর্তমান ইউপি চেয়ারম্যান এসএম রূপম ও বহিস্কৃতি যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু জাফর মন্ডলের মধ্যে বিরোধ চলছিল।

সোমবার (৮ ফেব্রুয়ারি) ওই ইউনিয়নের দাড়িদহ বাজারে ইউপি চেয়ারম্যান এসএম রূপম ও যুবলীগ নেতা আবু জাফর মন্ডলের সমর্থকদের মাঝে সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষে ১০টি দোকান ঘর ভাঙচুর করে উভয়পক্ষের লোকজন। এসময় স্থানীয় ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আজহারুল ইসলাম নান্টুকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম রূপম বলেন, ‘বহিস্কৃত যুবলীগ নেতা আবু জাফর মন্ডল জামায়ত-বিএনপি সমর্থিত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে।’

যুবলীগ নেতা আবু জাফরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, ‘এ ঘটনায় নিহতের বাবা আব্দুল বাছেদ মন্ডল বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।’

লিমন বাসার/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।