স্বেচ্ছাসেবক হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩ জনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

বগুড়ায় সনাতন চন্দ্র প্রামানিক নামে এক স্বেচ্ছাসেবক হত্যার ঘটনায় দুইজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বগুড়ার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসরাত জাহান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম দক্ষিণপাড়ার আলমগীর হোসেনের ছেলে বিপুল (২৭) ও বগুড়া শহরের সুত্রাপুরের আইনুল হকের ছেলে অরুন (২৫)।

অপরদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজিব সরকার (৩০), রাফিউল ইসলাম রনি (২৭) ও আলম (২৫)।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলী বিনয় কুমার ঘোষ রজত জানান, ২০১৬ সালের ২ এপ্রিল শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম আদি কালিবাড়ি প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের মহানামযজ্ঞ (হরিবাসর) অনুষ্ঠান চলছিল। সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন সনাতন চন্দ্র প্রামানিকসহ আরো কয়েকজন যুবক। রাত ১১টার দিকে হরিবাসরে আগত নারীদেরকে উত্যক্ত করছিল স্থানীয় কিছু যুবক। সনাতন এর প্রতিবাদ করলে আসামিরা তাকে উপুর্যপরি ছুরিকাঘাত করে। স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। রাতে সেখানে সনাতন মারা যান।

এঘটনায় নিহতের বাবা সুরথ চন্দ্র প্রামানিক বাদি হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।

শাজাহানপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র কুন্ডু মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর সাক্ষীদের জবানবন্দী গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করা হয়।

আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।