সেই টিউলিপ বাগান পরিদর্শনে কৃষিমন্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২১

গাজীপুরের শ্রীপুরের দেলোয়ারের সেই টিউলিপ বাগান পরিদর্শনে যান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শুক্রবার ( ১২ ফেব্রুয়ারি) শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড গ্রামে টিউলিপ বাগান ও বিভিন্ন বিদেশী সবজির প্লট ঘুরে দেখেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, ‘আমরা এখন দেশীয় বিভিন্ন কৃষিপণ্যের পাশাপাশি অপ্রচলিত ফসল ড্রাগন, স্ট্রবেরী, মাল্টা, কফি, কেশোনাটসহ নানা ধরনের ফল ও সবজির চাষ করছি। আগে টমেটোসহ নানা ধরনের সবজি মৌসুমী ফসল হিসেবে উৎপাদিত হলেও জাত উন্নয়নে এখন সারা বছর ধরেই টমেটোসহ বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যাচ্ছে। এখন বিভিন্নভাবে আমাদের দেশে কৃষি উদ্যোক্তারা বিদেশ থেকে নানা কৃষি প্রযুক্তি ও নতুন জাত এনে উৎপাদন করে দেশে সম্ভাবনা তৈরী করছে। বিশেষ করে টিউলিপ ফুলের সম্ভাবনা রয়েছে।

jagonews24

মন্ত্রী বলেন, ‘আগে আমরা বিভিন্ন বই পুস্তকে টিউলিপের গল্প পড়েছি এখন আমাদের দেশেই টিউলিপ ফুলের চাষ হচ্ছে। এখন আমাদের এই টিউলিপ ফুলের বাজার তৈরী করতে হবে। ইউরোপ ও পূর্ব এশিয়ার উন্নত দেশগুলিতে এই টিউলিপ রপ্তানী করে অর্থনৈতিক আয়ের সম্ভাবনাও রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।’

দেশীয় কৃষি উদ্যোক্তাদের পাশে সরকারী নানা ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে। করোনা মহামারীর কারণে এখন কৃষকদের মাত্র চার শতাংশ সুদে ঋণ দিচ্ছি। কৃষিপণ্য উৎপাদনকারী, রপ্তানীকারী, বাজারজাতকারী ও প্রক্রিয়াজাতকারীদের সর্বোচ্চ সহায়তা দেয়া অব্যাহত রয়েছে বলেন তিনি।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্ল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে কৃষি মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুজ্জামান শ্রীপুরের এই বাগান পরিদর্শন করেন।

শিহাব খান/ আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।