কলাপাড়ায় মেয়র হলেন আ.লীগের বিপুল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ৪৫৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বিপুল হাওলাদার। তিনি পেয়েছেন ৩ হাজার ৬৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম পেয়েছেন ৩ হাজার ২৫০ ভোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সহকারী রিটার্নিং অফিসার আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

কলাপাড়া পৌরসভায় ১২ হাজার ৮৯১ জন ভোটারের বিপরীতে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৩৭ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।