পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১

মেয়াদ শেষ হওয়ায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

একই বিজ্ঞপ্তিতে গত ১০ ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের গঠন করা পটুয়াখালী পৌর ছাত্রলীগ, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও গলাচিপা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন বাতিল করা হয়।

বিলুপ্ত কমিটিতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন হাসান সিকদার ও সাধারণ ওমর ফারুক ভূঁইয়া।

নতুন পদপ্রত্যাশীদের আগামী ১০ দিনের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক তাহসান আহম্মেদ রাসেল এবং সহ-সম্পাদক শেখ রিজওয়ান আলীর কাছে জীবনবৃত্তান্ত দেয়ার জন্য বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত জেলার সব ইউনিটকে কমিটি না করার জন্যও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

উল্লেখ্য, মির্জাগঞ্জ ও গলাচিপা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের পর পক্ষে বিপক্ষে বিক্ষোভ মিছিল হয়। এর জেরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। জেলা ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে অর্থের বিনিময় কমিটি দেয়ার অভিযোগ ওঠে। যদিও তারা এসব অস্বীকার করে আসছেন।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।