পর্যটকদের ভিড়ে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করল ট্যুরিস্ট পুলিশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৭:১২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১

কুয়াকাটা সমুদ্র সৈকতে শেষ বিকেলে সূর্যাস্ত দেখতে এসে হারিয়ে যায় শিশু সাজিন (৪)। তবে আধাঘণ্টার চেষ্টায় হাজার হাজার পর্যটকদের মাঝ থেকে হারিয়ে যাওয়া এই শিশুটিকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শিশুটির বাবার নাম আফজাল হোসেন।

ট্যুরিস্ট পুলিশ জানায়, আফজাল হোসেন কান্নাকাটি করে সৈকতে থাকা ট্যুরিস্ট পুলিশ বক্সে জানান, তার সন্তান সৈকতে ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশ বহর নিয়ে পুরো সৈকতে উদ্ধারের চেষ্টা চালায়। ৩০ মিনিট পরে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে সৈকতের এক কর্নারে কান্নারত অবস্থায় তাকে দেখতে পায় পুলিশ। পরে শিশু সাজিনকে তাকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।

সন্তানকে ফিরে পেয়ে আবেগে আপ্লূত সাজিনের বাবা আফজাল মিয়া। তিনি জাগো নিউজকে বলেন, ‘স্ত্রী ও দুই সন্তান নিয়ে আজ সকালে পিকনিকের গাড়িতে করে কুয়াকাটা এসেছি। সূর্যাস্ত দেখতে গিয়ে বাচ্চাটাকে হারিয়ে ফেলি। আমি কী বলে যে ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ দেব, তা জানি না। আমার বুকের ধনকে বুকে ফিরিয়ে দিয়েছে। আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব তাদের কাছে।’

অপরদিকে রাজশাহীর গোদাগারী থেকে আসা জামিলুর রহমানের স্মার্টফোন সৈকতে হারিয়ে গেলে ট্যুরিস্ট পুলিশ উদ্ধার করে তার কাছে তুলে দেয়।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাব হোসাইন জাগো নিউজকে বলেন, ‘ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের বন্ধু। তাদের সেবার জন্য আমাদের পুরো টিম প্রস্তুত আছি। আমরা এই সি-বিচকে শতভাগ নিরাপদ করে তুলতে সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছি।’

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।