শহীদ মিনারে পৌর মেয়রের আলপনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১

সারা দেশের ন্যায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন নাটোরবাসী। তাই শহীদ মিনার পরিচ্ছন্নতায় কাজ করছে নাটোর পৌর কর্তৃপক্ষ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কানাইখালী মাঠে শহীদ মিনার পরিদর্শনে যান পৌর মেয়র উমা চৌধুরী জলি। শেষ মুহূর্তের রং তুলির আঁচড়ে শহীদ মিনার প্রাঙ্গণকে রঙিন করতে কাজ করছে কারুশিল্পীরা। তাদের সঙ্গে অংশ নেন মেয়রও। এ সময় তার সঙ্গে ছিলেন দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন।

মেয়র উমা চৌধুরী বলেন, ‘আমাদের গৌরবের মাতৃভাষা বাংলার আন্তর্জাতিক স্বীকৃতির মাহেন্দ্রক্ষণ ও শহীদদের মহান আত্মত্যাগের স্মরণে শ্রদ্ধা নিবেদনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে, আগামীকাল রোববার শহরের কানাইখালী চা-চত্বরে স্থানীয় পত্রিকা দৈনিক প্রান্তজনের আয়োজনে একদিনের পথ বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলায় নাটোর জেলার শতাধিক লেখক-কবিদের বইয়ের প্রদর্শনী ও বিক্রি হবে বলে জানিয়েছেন আয়োজক সাজেদুর রহমান সেলিম।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।