সচেতনতার সাইনবোর্ডই সৌন্দর্যের বাধা
কুয়াকাটা সমুদ্র সৈকতের ঠিক জিরো পয়েন্টের পূর্ব পাশে গণসচেতনতার জন্য বসানো ইউএসআইডি, বিএনসিসি খুলনা, ও রেটারি ক্লাবের বিলবোর্ড এখন সৈকতের সৌন্দর্য উপভোগের বাধা হয়ে দাঁড়িয়েছে।
জিরো পয়েন্টে দাঁড়িয়ে সূর্যোদয় দেখতে এ বিলবোর্ডগুলো বড় বাধা হওয়ায় বিরক্ত হচ্ছেন পর্যটকরা।
পর্যটক জাহিদ আলম জানান, গোটা সি বিচের সৌন্দর্য নষ্ট করছে এ তিন সাইনবোর্ড। এখানে এগুলো বসানোর কোনো মানেই হয় না।
পর্যটক ফাহিমা বেগম জানান, সৌন্দর্যের ক্ষতি করে এভাবে জনসচেতনতা হয় না। বরং মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়।
সি বিচ ব্যবসায়ীরা জানান, কারো অনুমতি বা পরামর্শ না নিয়েই যে যার মতো বিলবোর্ডগুলো বসানো হয়েছে।
ইউএসআইডি/ইকোফিস সহকারী গবেষক সাগরিকা স্মৃতি জাগো নিউজকে জানান, ট্যুরিস্ট পুলিশের এএসপি বিষয়টি জানিয়েছেন। এটি সরিয়ে ফেলতে জায়গা নির্ধারণ করা হয়েছে।
রেটারি ক্লাব কুয়াকাটা বিচ পাস প্রেসিডেন্ট জিয়াউর রহমান জানান, আলোচনা করে বোর্ডটি একপাশে সরানোর ব্যবস্থা করা হচ্ছে।
তবে বিএনসিসি খুলনা বিলবোর্ডের কাউকে কথার বলার জন্য পাওয়া যায়নি।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার জাগো নিউজকে জানান, এসব বিলবোর্ড কেনো ভাবেই রাখা হবে না। বিচকে সুন্দর রাখা সবার দায়িত্ব।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাব হোসাইন জাগো নিউজকে জানান, সি বিচে কোনোভাবেই এগুলো রাখার সুযোগ নেই। অলরেডি সেগুলো দ্রুত সরিয়ে নিতে প্রত্যেককে জানানো হয়েছে।
এএইচ/এমকেএইচ