গলায় গামছা পেঁচিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১

শরীয়তপুরের নড়িয়ায় ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মাহবুব হোসেন অন্তু (১৯) নামের এক কলেজ ছাত্র।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মাহবুব হোসেন অন্তু (১৯) উপজেলার বৈশাখীপাড়া গ্রামের আলাউদ্দিন ছৈয়ালের ছোট ছেলে। তিনি নড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে মাহবুবের মুঠোফোনে তার বন্ধুরা ফোন দিচ্ছিলেন। তখন মাহবুব ফোন রিসিভ না করায় বন্ধুরা তার বাড়তে যায়। মাহবুবের থাকার ঘর বন্ধ পাওয়ায়, বাড়ির লোকজন একচালা টিনের ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস অবস্থায় দেখতে পায়। পরিবারের লোকজন দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন।

মাহবুবের বড় ভাই দুলাল ছৈয়াল বলেন, কী কারণে মাহবুব গলায় ফাঁস দিয়েছে তা বলতে পারি না। অল্প বয়সে ভাইটি মারা গেল।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত
চলছে।

মো. ছগির হোসেন/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।