ছুরিকাঘাতে নিহত যুবকের লাশ উদ্ধার
ময়মনসিংহ ছুরিকাঘাতে নিহত দিদারুল (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় লাশের পাশে পরে থাকা একটি মানিব্যাগ, একটি সানগ্লাস ও একটি বড় ব্যাগ জব্দ করেছে পুলিশ।
বুধবার (০৩ মার্চ) রাত ৯টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ৩১নং ওয়ার্ডের চর জেলখানার ঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত দিদারুল জেলার মুক্তাগাছা উপজেলার মোখলেছুর রহমানের ছেলে। তিনি গ্যাসের চুলার যন্ত্রাংশ বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, বিকাল ৫টার দিকে চর জেলখানার ঘাট এলাকায় যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ কল দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, নিহতের বুকে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পর তার স্বজনদের খবর দেয়া হয়েছে।
মঞ্জুরুল ইসলাম/এসএমএম/এমকেএইচ