সীমান্তে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ০৪ মার্চ ২০২১

যশোরের বেনাপোল সীমান্ত থেকে নাজমুল হাসান অপু (২৮) নামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক অপু ছোট আঁচড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার এসআই মফিজুর রহমান জানান, মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি অপু গোপনে এলাকায় ফিরে বিচরণ করছে। এমন খবরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মো. জামাল হোসেন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।