সীমান্তে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৪

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৭ মার্চ ২০২১

যশোরের শার্শা সীমান্ত থেকে পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৭ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শার্শা থানার নাভারণ রেল বাজার এলাকার বাসিন্দা তারিক হোসেন (৪০), চালিতাবাড়িয়ার সোনাতনকাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে ইসরাফিল হোসেন (২১), শার্শা থানার শালকোনা (ডিহি) এলাকার রফিকুল ইসলামের ছেলে রনি বিশ্বাস (২২) ও বাগুড়ী গ্রামের মৃত ইয়াকুবের ছেলে সাইফুল ইসলাম (৩৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রনি বিশ্বাস ও সাইফুল ইসলামকে গ্রেফতার করে। অপর এক অভিযানে নাভারণ রেল গেটের উত্তর পাশে আরিফের চায়ের দোকানের সামনে থেকে তারিককে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। আরেক অভিযানে শার্শা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রেললাইনের উত্তর পাশ থেকে ইসরাফিলকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, গ্রেফতারকৃতদের বিকেলে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

মো. জামাল হোসেন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।