অস্ত্র হাতে ভাইরাল এমপি বাবলুকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:৫০ এএম, ০৮ মার্চ ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগ্নেয়াস্ত্র হাতে ছবির পোজ দিয়ে ভাইরাল হওয়া বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলুকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের পাঠানো এক চিঠিতে আগামী ১৪ মার্চের মধ্যে সম্পদের বিবরণীসহ এমপি বাবলু ও তার পরিবারের সদস্যদেরকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। বগুড়া দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানতে চাইলে সংসদ সদস্য রেজাউল করিম বাবলু রোববার সন্ধ্যায় জাগো নিউজকে বলেন, ‘আমি দুদকের চিঠি পেয়েছি।’

এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।