ফেঞ্চুগঞ্জে পৌঁছেছে মাহমুদ উস সামাদের মরদেহ, দাফন বিকালে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১২ মার্চ ২০২১
ছবি: ছামির মাহমুদ

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরীর মরদেহ তার নিজ বাড়ি ফেঞ্চুগঞ্জে এসে পৌঁছেছে।

শুক্রবার (১২ মার্চ) দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা মাঠে নিয়ে আসা হয় তার মরদেহ। এসময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ দলীয় নেতাকর্মীরা লাশটি গ্রহণ করেন।

jagonews24

এরপর বিকেল ৫টায় কাশিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী, বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়।

এর আগে গত বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা দেড়টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী।

jagonews24

মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সচিব জুলহাস আহমদ জানান, গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে করোনার টিকা নিয়েছিলেন এই সংসদ সদস্য। সেসময় তার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

এরপর ৭ মার্চ হঠাৎ অসুস্থ হলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় এবং নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। পরে তার শ্বাসকষ্ট ও অক্সিজেনের মাত্রা উঠানামা করায় হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়।

jagonews24

২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মাহমুদ উস সামাদ চৌধুরী। পরের দুই নির্বাচনেও এ আসন থেকে সাংসদ নির্বাচিত হন এই আওয়ামী লীগ নেতা।

ছামির মাহমুদ/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।