চাঁদপুরে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ১৯ মার্চ ২০২১
ফাইল ছবি

চাঁদপুর হাইমচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. মোবারক গাজী নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ভিঙ্গুলিয়া হাফিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে।

নিহত মোবারক গাজী ভিঙ্গুলিয়া গ্রামের গনি গাজীর ছেলে। এ ঘটনায় একই গ্রামের শাহাজাহান ভুইয়ার ছেলে মহিন ভূঁইয়া(১৯), মো আবু তাহেরসহ আরো একজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানাযন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মিজানের ছেলে মোহন খান (২১), রাজন খান (২৫), মিজান খান (৫০), আলাউদ্দিনসহ (২০) পাঁচ থেকে ছয়জন প্রতিপক্ষের ওপর চাকু নিয়ে হামলা করেন। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মোবারক গাজীকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাইমচর থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে।’

নজরুল ইসলাম আতিক/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।