শাল্লায় হামলাকারী স্বাধীন পাঁচ ও অন্যরা দু’দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৩ মার্চ ২০২১
ফাইল ছবি

সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে হামলার মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীন মিয়ার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য ২৮ আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে রিমান্ড শুনানি শেষে আদালত স্বাধীন মিয়ার ৫ দিন এবং অন্য আসামিদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার বিকেলে পুলিশ সুনামগঞ্জ বিচারালয়ের শাল্লা জোনের বিচারক আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিনহার আদালতে হাজির করে তাদের রিমান্ডের আবেদন করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সেলিম নেওয়াজ।

এরআগে শুক্রবার ভোরে ইউপি সদস্য যুবলীগ কর্মী শহিদুল ইসলাম স্বাধীন মিয়াকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শনিবার বেলা ১১টায় স্বাধীন মিয়াকে শাল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ রোববার বিকেলে তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে।

এদিকে মঙ্গলবার ভোরে এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীন মিয়াসহ ৩৪ জনকে গ্রেফতার করা হলো।

লিপসন আহমেদ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।